নিজের কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী ঝন্টুর হার

নিজের কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী ঝন্টুর হার

ঢাকা, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজের ভোট কেন্দ্রেই হেরে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফল ঘোষণা করেন।

ফল ঘোষণা পর দেখা যায় ঝন্টুর চেয়ে ১২৫ ভোট বেশি পেয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

কেন্দ্রটিতে ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট। লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ৫১৯ ভোট।

১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ৪৭টি কেন্দ্রের ফলাফলে ৩৬ হাজার ৯২৫ ভোট পেয়েছেন।

নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ৪৭টি কেন্দ্রের ফল অনুযায়ী লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৩৬ হাজার ৯২৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ১৩ হাজার ৮৮২ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৫ হাজার ৯৩৪ ভোট।

(জাস্ট নিউজ/একে/২০৪৩ঘ.)