ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি: কাদের

ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি: কাদের

ঢাকা, ২৯ আগস্ট (জাস্ট নিউজ) : আসন্ন জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ডিসেম্বরের নির্বাচনে ইভিএম মেশিন কেনা কিংবা এর ব্যবহার করা যাবে কি যাবে না সে বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।’

বার্তা সংস্থা ইউএনবি ও বাসস জানিয়েছে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে ইসি ঘোষণা দিয়েছে যে এক তৃতীয়াংশ ভোটকেন্দ্রে দেড় লাখ ইভিএম মেশিন ব্যবহার করা হবে।’

ইভিএমের দাবি আওয়ামী লীগের নতুন নয় উল্লেখ করে কাদের বলেন, ‘এটা আধুনিক প্রযুক্তি। উন্নত দেশ এমনকি পাশের দেশ ভারতেও ইভিএমের মাধ্যমে ভোট হয়।’

ওবায়দুল কাদের বিস্ময় প্রকাশ করে বলেন, ‘সিলেট সিটি নির্বাচনে যে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছিল সেখানে ক্ষমতাসীনরা পাস করতে পারেনি। তাহলে কেন বিরোধী দলগুলো ইভিএম ব্যবহারে ভয় পাচ্ছে?’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। আর শান্তিপূর্ণ আন্দোলন করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা আশা করছি আগামী নির্বাচন একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

(জাস্ট নিউজ/একে/২৩৫৫ঘ.)