জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার

কারাগারে নিরাপত্তা জোরদার, বিএনপির আইনজীবীরা সুপ্রিম কোর্টে

কারাগারে নিরাপত্তা জোরদার, বিএনপির আইনজীবীরা সুপ্রিম কোর্টে

ঢাকা, ৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ): জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কিছুক্ষণের মধ্যে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে শুরু হতে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানেই রয়েছেন।

বুধবার সকাল থেকেই কারাগারের চারপাশে পুলিশের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়। কিছুক্ষণের মধ্য বিচারক প্রবেশ করবেন বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।

এদিকে বিএনপি আইন সম্পাদক কায়সার কামাল জানিয়েছন, বেগম খলেদা জিয়ার সকল আইনজীবী সুপ্রিম কোর্টে অবস্থান করছেন। সেখান থেকে বকশিবাজার কোর্টে আসবেন। আদালত থেকে জানানোর পর তারা কারাগারের কোর্টে আসবেন।

মঙ্গলবার জানানো হয়, আলিয়া মাদ্রাসার পরিবর্তে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিশেষ আদালত বুধবার বসবে পুরনো কেন্দ্রীয় কারাগারে। কারণ এখানে বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়া বন্দী আছেন।

তবে একে ‘আইন পরিপন্থী’ বলেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

(জাস্ট নিউজ/এমআই/১০৩০ঘ)