আদালত এখন কারাগারে বন্দি: বিএনপি

আদালত এখন কারাগারে বন্দি: বিএনপি

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : আদালত এখন কারাগারে বন্দি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী আহমেদ বলেছেন, ‘রক্তগঙ্গা বইয়ে, সারাদেশে দলের নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করে তিনি টিকে থাকবেন মনে করেছেন। কিন্তু তা হবে না, সরকার এক বিরাট চোরাবালির মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে।’

রিজভী আহমেদ আরো বলেন, ‘এই সরকার এখন জনগণকে ত্যাগ করে, পরিত্যাজ্য করে, তালাক দিয়ে তাদের চেতনায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাণ্ডব চালিয়ে কোনোরকম টিকে থাকার চেষ্টা করছে। এভাবে টিকে থাকা যাবে না। এভাবে কেউ টিকে থাকেনি। এভাবে সারা পৃথিবীর একনায়করা, রক্তপিপাসু ফ্যাসিস্টরা, হানাদার বাহিনীরা টিকে থাকতো। তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ।’

রিজভী বলেন, ‘তাদের (সরকার) যদি বোধদয় না হয়, এই চোরাবালির মধ্যেই তারা ডুবে যাবে। তাদের উদ্ধারের কোনো উপায় থাকবে না। আমি আবারও বলি, বিএনপি নেত্রীকে মুক্তি দিন।’

(জাস্ট নিউজ/এমআই/১৩৫৫ঘ.)