গাজীপুরে মাদকসহ শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতা আটক

গাজীপুরে মাদকসহ শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতা আটক

গাজীপুর, ৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়ীয়া এলাকা থেকে মাদকদ্রব্যসহ শ্রীপুরের মাওনা ইউনিয়নের শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ওয়ারেছ উদ্দিন পাঠান ও মাওনা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ শিশরকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শনিবার বিকাল ৩টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাদের ৬ বোতল বিয়ারসহ আটক করে।

আটককৃত শ্রমিকলীগ নেতা ওয়ারেছ উদ্দিন জীবন পাঠান (৩৫) জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার কল্যাণ সম্পাদক ও মাওনা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। অপর ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ শিশির মাওনা ইউনিয়নের সলিং মোড় পাথারপাড়া গ্রামে তার বাড়ি। তাৎক্ষণিকভাবে তার বাবার নাম পাওয়া যায়নি। সে মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, শনিবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বোতল বিয়ারসহ ওয়ারেছ উদ্দিন জীবন পাঠান (৩৫) ও তার সহযোগি ফয়সাল আহমেদ শিশির (২২) কে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৪২৯ঘ.)