এই অবস্থা চলতে পারে না : বদরুদ্দোজা চৌধুরী

এই অবস্থা চলতে পারে না : বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা, ১২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : রক্তপাত নয়, অহিংসার মাধ্যমে দেশ গড়ার কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বুধবার বিকালে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশের ‘রাজনৈতিক আন্দোলনে অহিংস কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশ এখন স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছেছে।

তরুণদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বি. চৌধুরী আরো বলেন, স্বাধীনতার এত বছর পর তরুণরা আর রক্ত দিতে চায় না, বরং তারা মেধা আর শ্রম দিতে চায়। তিনি বলেন, সাম্প্রতিক কোটা আন্দোলন এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনই প্রমাণ করে তরুণরা অহিংসার মাধ্যমে সমস্যার সমাধান চায়।

প্ল্যান বির উদ্যোক্তা মাহি বি চৌধুরী কর্মশালাটি পরিচালনা করেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আজকে দেশ বিশৃঙ্খলার ওপর দিয়ে যাচ্ছে। স্বেচ্ছাচারীর চূড়ান্ত পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। একজনের ইচ্ছায়, একদলের ইচ্ছায় যা ইচ্ছা তাই হচ্ছে। জনগণের ভোট নিয়ে তাকিয়ে দেখেন, আজকে কী অবস্থা? এই অবস্থা চলতে পারে না। এই রকম স্বেচ্ছাচারিতা চলতে পারে না। সম্পূর্ণ ক্লিন, পরিচ্ছন্ন, সুন্দর, মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

(জাস্ট নিউজ/একে/২২৫২ঘ.)