বিবিসি আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি: ড. কামাল

বিবিসি আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি: ড. কামাল

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে যেতে ড. কামাল হোসেন রাজি আছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা পোর্টালে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘বিবিসি আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি।’

তিনি বলেন, ‘আমি বলেছি আমাদের দাবিদাওয়া পূরণ হলে ও নির্বাচনী পরিবেশ ঠিক থাকলে আমরা নির্বাচনে যেতে রাজি আছি।’

সোমবার নিজ কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎকারের বরাত দিয়ে বিবিসি বাংলা প্রতিবেদনে উল্লেখ করে, বর্তমান সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগতভাবে রাজি আছেন বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্য শরিকদের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান।

(জাস্ট নিউজ/একে/২২৪৬ঘ.)