২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশের পর বৃহত্তর জাতীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি

২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশের পর বৃহত্তর জাতীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপির জনসভার পর বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ঐক্য প্রক্রিয়ার নেতারা।

মঙ্গলবার রাতে বিকল্প ধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।

বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আর বর্তমান যে রাজনৈতিক অবস্থা তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ভবিষ্যৎ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির সঙ্গে আমরা অনেক কাছাকাছি এসেছি।’

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুলের প্রতিনিধি ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন, ২৯ সেপ্টেম্বর তাদের জনসভা আছে। তাদের অনুরোধের কারণেই তাদের জনসভা পর লিয়াঁজো কমিটি গঠন করা হবে। সেই জনসভার মাধ্যমে আমাদের সঙ্গে ভবিষ্যৎ প্রক্রিয়া কী প্রক্রিয়া হবে, তা তারা বলবে। আশাকরি, ভবিষ্যতে আমরা আরো কাছাকাছি হতে পারব।’

তিনি জানান, বিএনপির প্রস্তাবনা অনুসারে ২৯ সেপ্টেম্বরের পরই লিয়াঁজো কমিটি হবে। এ ব্যাপারে বৈঠকের সবাই একমত হয়েছেন।

বি. চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ঐক্য ভারসাম্যের ভিত্তিতে হবে। যারা মুক্তিযুদ্ধের মানচিত্রকে এখনও অস্বীকার করে, তাদের বাদ দিয়ে বাংলাদেশের সবার সঙ্গে ঐক্য কামনা করি।’

বিএনপির সমাবেশে বি চৌধুরী যাবেন কিনা এমন প্রশ্নে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে তো এখনও দাওয়াতই দেওয়া হয়নি। তাছাড়া জনসভার অনুমতিও তো পায়নি এখনও।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির প্রতিনিধি দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, ‘স্যার (বি. চৌধুরী) সব বলে দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর আমাদের জনসভা আছে। ওই সমাবেশ থেকে আমাদের দলের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরবো।’

তিনি বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর সমাবেশের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্য প্রক্রিয়া যাতে সফল হয়, সে চেষ্টা আমরা করবো।’

অপর এক প্রশ্নের জবাবে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘এখানে জামায়াতের বিষয় না। জামায়াত কি মুক্তিযুদ্ধ করেছে? স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আমরা ঐক্যে যাব না আগেই বলেছি।’

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা স্বেরাচারের বিরুদ্ধে ঐক্য করেছি। কোনো স্বাধীনতাবিরোধীদের সাথে ঐক্য করবো না।’

তিনি বলেন, ‘আজকে বিএনপির একজন প্রতিনিধি আসছেন। অবজারভেশন করেছেন। তারা ২৯ তারিখ জনসভা করবেন। এর পর আমরা সমন্বয় কমিটি বলেন, আর লিয়াজো কমিটি বলেন তা করে ঐক্য প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাব।’

তবে শারীরিক অসুস্থতাজনিত কারণে বৈঠকে অংশ নিতে পারেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন।

বৈঠকে আরও অংশ নেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, রবের স্ত্রী তানিয়া রব প্রমুখ।

(জাস্ট নিউজ/একে/২৩২৫ঘ.)