ঘুমের কারণে ধরা পড়ল চোর!

ঘুমের কারণে ধরা পড়ল চোর!

ঢাকা, ১৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : বাড়িতে কেউ নেই৷ সুযোগ বুঝে ঢুকে পড়ল চোর৷ সব দামি জিনিস ব্যাগে ঢোকানো শেষ৷ শুধু ঘর থেকে বের হলেই কাজ শেষ৷ কিন্তু তখনই বড্ড ঘুম পেয়ে গেল চোরের৷ ঘটনাটি ঘটেছে জার্মানিতে৷

মধ্য জার্মানির এয়ারফুর্টে যা ঘটে গেল, তাতে অনেকেই চিন্তায় পড়ছেন, অনেকে আবার মজা পেয়ে হাসছেন৷ সেই রবিবারে বাড়িতে কেউ না থাকায় চোর যে নির্বিঘ্নে ঢুকে পড়ল, তাতে নিজেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত হয়েছেন অনেকে৷ ‘‘আজ ওই বাড়িতে ঢুকেছে, কাল তো আমার বাড়িতেও ঢুকে পড়তে পারে’’- এই ভেবে শঙ্কিত তারা৷ তবে অন্যরা হাসছেন চোরের কাণ্ড দেখে৷

সেই রাতে বাড়ির লোকজন পার্টি থেকে ফিরে যোগ ব্যায়ামের রুমে গিয়েই আঁৎকে ওঠে৷ একি, সোফায় শুয়ে কে ঘুমাচ্ছে!

ব্যাগভর্তি দামি জিনিসপত্র দেখে বুঝতে অসুবিধে হলো না যে ঘুমন্ত ব্যাটা আদতে একটা চোর৷

সেই চোর এখন হাজতে৷ পুলিশ বলছে, ৪০ বছর বয়সি লোকটি চুরি করে এবং খুব নেশাও করে৷ সেদিন একটু বেশি নেশা করার কারণেই নাকি অসময়ে ঘুম পেয়েছিল তার৷ -ডয়চে ভেলে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১৭ঘ.)