এক চকলেটের দাম ৮ লক্ষ টাকা!

এক চকলেটের দাম ৮ লক্ষ টাকা!

ঢাকা, ২৫ মার্চ (জাস্ট নিউজ) : চিকলেট পছন্দ করেননা এমন মানুষের সংখ্যা হাতেগোনা। তবে সেই চকলেটের দাম যদি হয় ৭৭২৮ ইউরো তবে কি করবেন আপনি? এমনই চড়া মূল্যের চকলেট বিক্রি হচ্ছে পর্তুগালের অবিডোসে অবস্থিত চকলেট মেলায়। যে মেলায় প্রদর্শিত হচ্ছে পৃথিবীর সবচাইতে দামী চকলেট।

কি আছে এই চকলেটে যার জন্য এতো দাম এই চকলেটের? আসুন তাহলে জেনে নেই কেনো এতো মূল্যবান এই চকলেট।

এই চকলেটটি খাওয়ার যোগ্য সোনায় মোড়ানো। চকলেটের ভেতরে আছে পৃথিবীর সেরা জাফরানের পুর, হোয়াইট ট্রাফল, মাদাগাস্কারের ভ্যানিলা এবং সোনার টুকরা। চকলেট মেলায় পৃথিবীর সবচাইতে দামী এই চকলেটটি প্রদর্শিত হয়েছে শুক্রবার। এই চকলেটের পাহারায় আছেন ইউনিফর্ম পরা দুইজন প্রহরী।

ডায়মন্ড আকৃতির এই চকলেট গিনিজ বুক অব রেকর্ডেও নাম লিখিয়েছে। এই চকলেটের বাক্সতে ৫৫০০টি সরোভস্কি ক্রিস্টাল যুক্ত করা আছে বলে জানান চকলেটের প্রস্তুত কারক ড্যানিয়েল গোমেজ।

বাংলা টাকায় এই চকলেটের মূল্য সাত লক্ষ আটাশি হাজার টাকা। এর আগে পৃথিবীর সবচাইতে দামী চকলেটের দাম ছিল ২৫০ ডলার।

(জাস্ট নিউজ/এমআই/১২১৮ঘ.)