ছাত্রী হোস্টেলের বাথরুমে ‘দৈত্যাকার’ তক্ষক

ছাত্রী হোস্টেলের বাথরুমে ‘দৈত্যাকার’ তক্ষক

ঢাকা, ২২ মে (জাস্ট নিউজ) : ভারতের দিল্লী শহরের নেতাজি সুভাস ইনস্টিটিউটের একটি নারী হোস্টেলের বাথরুম থেকে ‘দৈত্যাকার’ একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। হোস্টেলের চতুর্থ তলা থেকে সম্প্রতি ওই তক্ষকটি উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার পর ওই তক্ষকের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। সেটি ‘মনিটর লিজার্ড’ নামে পরিচিত। তবে এই প্রজাতির তক্ষক জীবনঘাতি নয়।

এনডিটিভি জানিয়েছে, বাথরুমে তক্ষকটি দেখার পর পর দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় বনরক্ষা কর্মীরা গিয়ে সেটি উদ্ধার করে।

এ বিষয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর থেকে ছাত্রীদের কক্ষের দরজা বন্ধ করে রাখতে বলা হয়েছে। এ ছাড়া তাদের আশপাশের জঙ্গলে ঘোরাফেরা না করার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, ক্যাম্পাস জঙ্গল এলাকায় অবস্থিত। আগে সেখানে বিভিন্ন সময়ে সাপ দেখা গেছে। তবে সেখানে এই প্রথম কোনো তক্ষক দেখা গেল।

(জাস্ট নিউজ/এমআই/১০৫০ঘ.)