কেরালা হাইকোর্টের রায় ‘ভালোবাসা অন্ধ’

কেরালা হাইকোর্টের রায় ‘ভালোবাসা অন্ধ’

ঢাকা, ২৩ জুলাই (জাস্ট নিউজ) : প্রেমের সম্পর্কের কারণে ভারতের এক কলেজ থেকে দুই শিক্ষার্থী বহিষ্কারের সমালোচনা করে ঐতিহাসিক রায় দিয়েছে কেরালা রাজ্যের উচ্চ আদালত।

শনিবার রায়ে আদালত জানিয়েছে, ভালোবাসা অন্ধ ও এটি মানুষের সহজাত মানবিক প্রবৃত্তি। প্রেম একান্তই মানুষের স্বাধীনতার বিষয়। এজন্য মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত।

রায়ে সুস্পষ্ট করে বলা হয়, কর্তৃপক্ষ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো অধিকার নেই নৈতিক পিতৃত্ববাদের খড়গ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়ার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কেরালার সিএইচএমএম কলেজ ফর অ্যাডভান্সড স্টাডিজের বিবিএ শিক্ষার্থী মালবিকা বাবু (২০) ও একই বিভাগের সিনিয়র বিশাক (২১) প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তারা পালিয়ে বিয়ে করেন। ফলে তাদের বহিষ্কার করেছিল কলেজ কর্তৃপক্ষ।

(জাস্ট নিউজ/এমআই/১১০৬ঘ.)