ব্লু হোয়েল এর পর নতুন সুইসাইড গেম ভাইরাল

ব্লু হোয়েল এর পর নতুন সুইসাইড গেম ভাইরাল

ঢাকা, ৬ আগস্ট (জাস্ট নিউজ) : কিছুদিন আগেই ব্লু হোয়েল নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। এক অনলাইন গেমের জেরে আত্মহত্যা করতে দেখ যাচ্ছিল কিশোর-কিশোরীদেরও। রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল তখন। সেই মরণ-খেলার রেশ কাটতে না কাটতেই হাজির হয়েছে আরও এক সুইসাইড গেম। প্রাথমিকভাবে সেরকমটাই অনুমান করা হচ্ছে। নতুন এই গেমের নাম ‘মোমো’।

মূলত হোয়াটস অ্যাপের মাধ্যমে ভাইরাল হচ্ছে এই অদ্ভুত গেম। টেক্সট করে তাঁকে অজানা এক নাম্বারে ‘মোমো’ লিখতে বলা হবে। মোমো লিখে টেক্সট করার মানে সে এই গেমে অংশ নিতে আগ্রহী। এরপর থেকেই গেমার বিভিন্ন রকম ভূতুড়ে ছবি পেতে শুরু করবে। এরপরই স্ক্রিনে ফুটে উঠবে এক ভয়ঙ্কর ছবি। ঠিকরে বেরিয়ে আসছে তার দুটো চোখ। ইতিমধ্যেই ইন্টারনেটে এমন এক মহিলার ছবি ভাইরাল। সেই মহিলাই এখন ভয় ছড়াচ্ছে চারপাশে।

এই গেমেও একের পর এক চ্যালেঞ্জ আসতে শুরু করবে। ব্লু হোয়েলের মতোই এই গেমও শেষ হবে গেমারের মৃত্যু দিয়ে। অর্থাৎ কোনও না কোনও অছিলায় গেমারকে আত্মহত্যা করতে বাধ্য করানোই আসল উদ্দেশ্য। ঠিক ব্লু হোয়েলের মতো।

(জাস্ট নিউজ/এমআই/১১০৪ঘ)