গরুর গুঁতায় পাঁজরের হাড় ভেঙে গেছে বিজেপি এমপির

গরুর গুঁতায় পাঁজরের হাড় ভেঙে গেছে বিজেপি এমপির

ঢাকা, ২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : হাঁটতে বেরিয়েছিলেন বাইরে। এসময় একটি গরু তেড়ে আসে। শুধু তেড়ে আসা নয়, গুঁতা দিয়ে বসে ভারতের লোক সভার সদস্য ও বিজেপি নেতা লিলাধর বাঘলাকে। এতে তার পাঁজরের হাড় ভেঙে যায়। বর্তমানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ভারতের গণমাধ্যমে বলা হয়, গুজরাটের গান্ধিনগরের সেক্টর ২১ এর বাসার বাইরে হাঁটতে বেরিয়েছিলেন লিলাধর বাঘলা। এসময় একটি গরু তার দিকে তেড়ে এসে তাকে গুঁতা মারে। এতে তিনি মাথায় আঘাত পান এবং তার পাঁজরের হাড় ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউ ভর্তি করা হয়।

চিকিৎসক জানিয়েছেন, ৮৩ বছর বয়সী বাঘেলা তার পাঁজর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার পাঁজরের কয়েকটি হাড় ভেঙ্গে গেছে।

গুজরাট রাজ্যের পাটান জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লিলাধর বাঘলা। খবর: ইন্ডিয়া টুডে

(জাস্ট নিউজ/এমআই/০৯৪৫ঘ.)