জাস্ট নিউজ সম্পাদককে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

ভয়াবহতা অনুধাবনযোগ্য, রোহিঙ্গা সংকট সমাধান চায় রাশিয়া

নিউইয়র্ক থেকে বিশেষ সংবাদদাতা, ২৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত ভয়াবহ মানবিক বিপর্যয়ে রাশিয়া অত্যন্ত সহানুভূতিশীল। এই পরিস্থিতি উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করছে দেশটি।

শুক্রবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে জাস্ট নিউজ সম্পাদকের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ইতিহাসের জঘন্যতম অত্যাচার সংঘটিত হয়েছে। বহুলোক গৃহহীন হয়েছে। এতে প্রায় ৫ লাখ শরনার্থী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ভয়াবহতম এ মানবিক বিপর্যয়ে আপনার দেশের অবস্থান কি।

জবাবে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভয়াবহ এ মানবিক বিপর্যয়ের বিষয়ে আমরা অবগত রয়েছি। শিশুসহ অনেক নিরপরাধ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সঙ্গতি রেখে আমরাও এ সংকটের অবসান চাই।

জাতিসংঘ গঠিত কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নযোগ্য।

 

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/০০১৬ঘ.)