ট্রাম্পের সফর ঘিরে লন্ডনে বিক্ষোভ

ট্রাম্পের সফর ঘিরে লন্ডনে বিক্ষোভ

লন্ডন থেকে মুশফিকুল ফজল আনসারী, জুলাই ১২ (জাস্ট নিউজ): যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছে। তাঁর এ সফরকে ঘিরে বিক্ষোভ অব্যাহত রেখেছে অভিবাসন এবং ট্রাম্প নীতি বিরোধীরা।বৃটিশ পুলিশ জানিয়েছে ব্লেনহেইম প্যালেসের বাইরে নিজেদের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবারই অবস্থান নিয়েছেন ১,০০০ বেশি বিক্ষোভকারি।

রিজেন্ট পার্কের সামনে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছে। আর তাতে লেখা আছে- 'বিশেষ বন্ধুত্ব? সোজা বলে দাও না','ট্রাম্পকে না বলুন, যুদ্ধকে না বলুন'। মহিলা বিক্ষোভকারীদের কারো হাতে বাঁশি, কারো হাতে সসপেন আর কারো হাতে বেল, উদ্দেশ্য শব্দ করে বিক্ষোভ!

ইস্ট অক্সফোর্ডশায়ারে বিক্ষোভে যোগ দিয়েছেন ৭০০ জনের মতো।

রিজেন্ট পার্কে অংশ নেয়া শতাধিক বিক্ষোভকারীরা 'বর্ডার অব সাউন্ড' তৈরি করেছেন।তারা বলছেন ব্লেনহেইম প্যালেস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ডিনার শেষ করে বিদায় না নেয়া পর্যন্ত তারা শব্দ করবেন, আর প্রতিবাদ অব্যাহত রাখবেন।

আগামীকালও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

(জাস্ট নিউজ/জিএস/০০৪৫ঘ)