অস্ট্রেলিয়া গেলেন সাকিব

অস্ট্রেলিয়া গেলেন সাকিব

ঢাকা, ৬ অক্টোবর (জাস্ট নিউজ) : আঙুলের ইনফেকশনের কারণে মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল এশিয়া কাপ। দেশে ফিরে হাসপাতালে ভর্তি হয়ে আঙুল থেকে পুঁজ-রক্ত বের করতে হয়েছে সাকিব আল হাসানকে। ইনফেকশন কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার অস্ত্রোপচারের পথে এগুচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অস্ত্রোপচার বিষয়ে মতামত নিতে শুক্রবার অস্ট্রেলিয়া গিয়েছেন সাকিব।

শুক্রবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়-এর পরামর্শ নিবেন সাকিব। তারপরই ঠিক হবে কখন অস্ত্রোপচার হবে তার বাঁ হাতের কনিষ্ঠায়।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া চোট বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছেন নিদাহাস কাপ, আফগান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর ও সর্বশেষ এশিয়া কাপের চারটি ম্যাচ।

(জাস্ট নিউজ/একে/১০৩৫ঘ.)