খেলার মাঠে বিষাক্ত সাপের হানা

খেলার মাঠে বিষাক্ত সাপের হানা

ঢাকা, ১৬ অক্টোবর (জাস্ট নিউজ) : তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংলিশ ক্রিকেটাররা এখন আছেন শ্রীলংকায়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত। পরের ম্যাচেও বৃষ্টি হানা দিলেও সেই ওয়ানডে জিতে এগিয়ে গেছে ইংল্যান্ড। বুধবার মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। এর আগেই মাঠে অনুশলনের সময় ঘটে গেলো এক অনাকাঙ্খিত ঘটনা।

লিড নেয়ার স্বস্তি নিয়ে আসছে ম্যাচ সামনে রেখে সোমবার ক্যান্ডিতে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। সেই অনুশীলনে হুট করে আবির্ভূত হয় সাপ! সেটি আকারে ছোট হলেও বিষাক্ত প্রজাতির। গোখরার ন্যায় সাপটি দেখতে পাওয়ার পর স্বভাবতই ইংলিশ শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে কোনো অনাহুত ঘটনা ঘটেনি। দ্রুত সাপটিকে শিকার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান দক্ষ মাঠকর্মীরা। পরে নিরাপত্তা জোরদার করা হয়।

মাঠকর্মীদের সেই সাপ ধরার দৃশ্য ভিডিও করে টুইটারে পোস্ট করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাতে দেখা যায়, ইংলিশ ক্রিকেটারদের নেটে অনুশীলনের সময় ঠিক পেছনের প্যাভিলিয়নে তিন ফুট লম্বা সাপ ধরতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন মাঠকর্মীরা। সেখানে কয়েকটি ফুলের গাছ ছিল।

স্টেডিয়ামের ভেতরে সাপ দর্শনের ঘটনা বিরল। এ রকম নজিরটি আর নেই! অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নেয়ায় ভবিষ্যতেও হয়তো আর দেখা মিলবে না। তবু সতর্ক সফরকারীরা। ইংলিশ কোচ ট্রেভল বেলিস বলেন, যেখানে ছোটখাটো সাপের আনাগোনা রয়েছে, সেখানে থাকতে পারে বড় সাপও।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলংকায় বেড়েছে পোকামাকড়, কীটপতঙ্গের উপদ্রব। এবার যোগ হল বিষাক্ত সাপ।

(জাস্ট নিউজ/এমজে/১২৫০ঘ.)