টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে সালমা বাহিনী

টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে সালমা বাহিনী

ঢাকা, ২৩ অক্টোবর (জাস্ট নিউজ) : বিশ্ব নারী টি-টোয়েন্টি খেলতে আজ ওয়েষ্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে, প্রতিপক্ষকে চমকে দিতে চায় বাংলাদেশ, জানিয়েছেন অধিনায়ক সালমা খাতুন।

আর কোচ বলছেন সাম্প্রতিক সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে টুর্নামেন্টের ভালো করতে মুখিয়ে তার দল। ৯ অক্টোবর ক্যারিবিয় দ্বীপে পর্দা উঠবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের। শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় বিশ্ব সেরা দশ দল।

আগে দুবার বিশ্ব টি-টোয়েন্টি খেললেও এবার লক্ষ্যটা ভিন্ন টাইগারদের জন্য। যদিও সে পথে বাধা, বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দলগুলো। তবে সবার আগে কন্ডিশন মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের।

অধিনায়কের কথায় সায় দিচ্ছে টি টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও। এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয়, আয়ারল্যান্ড বধ কিংবা বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া, সবই বাংলাদেশের পক্ষে। তবে পাকিস্তানের কাছে ঘরের মাঠে সিরিজ হার, ছেদ টেনেছে ধারবাহিকতায়।

(জাস্ট নিউজ/এমজে/১৭২৫ঘ.)