৩১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫০/৩

৩১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫০/৩

ঢাকা, ২৪ অক্টোবর (জাস্ট নিউজ) : দলীয় মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল জিম্বাবুয়ে। সে ধারাবাহিকতায় ৭০ রানে তারা হারায় দুই উইকেট। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুর এই ধাক্কা সামলে তৃতীয় উইকেট জুটির দৃঢ়তায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল অতিথি দলটি। ঠিক তখনই আঘান হানেন মাহমুদউল্লাহ। বিপজ্জনক হয়ে ওঠা অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকে সাজঘরে ফেরান তিনি।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভার শেষে জিম্বাবুয়ে ১৫০ রান নিয়েছে, হারিয়েছে দুই উইকেট। ব্যাটিংয়ে আছেন শন উইলিয়ামস (৩৪) ও সিকান্দার রাজা (১)।

ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে (১৪) সাজঘরে ফিরিয়ে শুরুতেই সাফল্য এনে দিয়েছেন পেসার সাইফউদ্দিন। এরপর টেইলর ও জুওয়াও জুটি কিছুটা দৃঢ়তা দেখালেও মেহেদী হাসান মিরাজ এই জুটি ভাঙেন। টেইলর ৭৫ রান করে আউট হন।

এ ম্যাচের বাংলাদেশ একাদশে নেই কোনো পরিবর্তন। প্রথম ম্যাচে অভিষিক্ত ব্যাটসম্যান ফজলে রাব্বিকেও এই ম্যাচের একাদশে রাখা হয়েছে। আগের ম্যাচে তিনি ব্যর্থ হয়েছিলেন।

চোটের কারণে কিছুটা শঙ্কা ছিল পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েও। শেষ পর্যন্ত তাঁকেও একাদশে নেওয়া হয়।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মু্স্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেফাস ঝুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড ত্রিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

(জাস্ট নিউজ/এমজে/১৬৫০ঘ.)