ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ধোনি

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ধোনি

ঢাকা, ২৮ অক্টোবর (জাস্ট নিউজ) : মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ শেষে নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত।

দল ঘোষণা শেষে ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ, তা নয়। প্রসাদ জানান, দলে বিকল্প উইকেটরক্ষকের খোঁজে রয়েছে বিসিসিআই। এ জন্য আগামী ৬ টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে সুযোগ দেয়া হয়েছে ঋষভ পন্ত ও দিনেশ কার্তিককে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলিকে। ক্যারিবীয়দের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যথারীতি দলে ফিরবেন কোহলি।

১৭ জনের ঘোষিত দলে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ডাকা হয়েছে স্পিনার শাহবাজ নাদিমকে। সদ্য ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচে বিশ্বরেকর্ড গড়া নৈপুণ্যে ১০ রানে আট উইকেট নেন শাহবাজ। চোটের কারণে ভারত দলে নেই এশিয়া কাপে ইনজুরিতে পড়া অলরাউন্ডার হারদিক পান্ডিয়া।

২০০৬’র ডিসেম্বরে ভারতের ক্যাপ মাথায় টি-টোয়েন্টি অভিষেক মহেন্দ্র সিং ধোনির। এর পর ভারতের ১০৪ টি-টোয়েন্টি ম্যাচের ৯৩টিতে খেলেছেন ধোনি। এ সময় ব্যাট হাতে ১২৭ স্ট্রাইক গড়ে ধোনির সংগ্রহ ১৪৮৭ রান। উইকেটরক্ষকের গ্লাভস হাতে তার রয়েছে ৮৭ ডিসমিসাল (৫৪ ক্যাচ, ৩৩ স্টাম্পিং)। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) টানা ১১ মৌসুমের তারকা এমএস ধোনি সর্বশেষ আসরেও নেন শিরোপার স্বাদ। ভারতের সবশেষ ইংল্যান্ড সফরে যথারীতি দলে ছিলেন ধোনি। তবে, সিরিজে তিন টি-টোয়েন্টি ম্যাচের মাত্র একটিতে ব্যাটিংয়ের সুযোগ পান তিনি। ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ও অস্ট্রেলিয়ায় ধোনি খেলছেন না কারণ আমরা বিকল্প উইকেটরক্ষকের খোঁজে রয়েছি। এজন্য ঋষভ ও দিনেশ কার্তিক সুযোগ পাচ্ছে।

ভারত টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি (শুধু অস্ট্রেলিয়া), দিনেশ কার্তিক, মনীশ পাণ্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাজ নাদিম (শুধু ওয়েস্ট ইন্ডিজ)।

(জাস্ট নিউজ/এমজে/১১৪০ঘ.)