ভারতে ১০৪ রানে অলআউট উইন্ডিজ

ভারতে ১০৪ রানে অলআউট উইন্ডিজ

ঢাকা, ২ নভেম্বর (জাস্ট নিউজ) : জিতলে ড্র, আর হারলেই ট্রফি হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচে ব্যাট করতে নেমে ১০৪ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ৯ উইকেটে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক ভারত।

ভারতের বিপক্ষে এটাই সর্বোনিম্ন স্কোর উইন্ডিজের। তবে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৪ রানের লজ্জায় পড়েছিল ক্যারিবীয়রা। ওয়ানডেতে এটাই তাদের সর্বোনিম্ন স্কোর। তাছাড়া ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ৬১ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ।

বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। রবিন্দ্র জাদেজার ঘূর্ণি এবং যশপ্রিত বুমরাহ ও খলিল আহমেদের গতিতে বিধ্বস্ত হয়ে ১০৪ রানে অলআট উইন্ডিজ।

দলেরর হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া ২৪ রান করেন মারলন স্যামুয়েলস। ভারতের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন বুমরাহ ও খলিল।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৪.৫ ওভারে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন রোহিত শর্মা। ৩৩ রান করেন বিরাট কোহলি।

(জাস্ট নিউজ/এমজে/১০১০ঘ.)