দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং শুরু জিম্বাবুয়ের

দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং শুরু জিম্বাবুয়ের

সিলেট, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং শুরু করেছে জিম্বাবুয়ে। তৃতীয় দিনের খেলায় এখন জয়ের জন্য বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছূঁড়ে দেয়ার লক্ষ্যে খেলছে। সিলেট স্টেডিয়ামে ব্যাট করছেন দুই ওপেনার অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা। রবিবার দ্বিতীয় দিনে এই লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে দলটি। দ্বিতীয় ইনিংসে ১ রান করতেই দিনের খেলা শেষ হয়।

ফলে আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাদের লিড দাঁড়ায় ১৪০ রানের। সেখান থেকেই আজ সামনে এগুতে ব্যাট করছে তারা।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৮২

বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪৩ (লিটন ৯, ইমরুল ৫, মুমিনুল ১১, শান্ত ৫, মাহমুদউল্লাহ ০, মুশফিকুর ৩১, আরিফুল ৪১*, মিরাজ ২১, তাইজুল ৮, অপু ৪, আবু জায়েদ ০; জার্ভিস ১১-২-২৮-২, চাটারা ১০-৪-১৯-৩, মাভুটা ৬-০-২৭-০, রাজা ১২-২-৩৫-৩, ওয়েলিংটন মাসাকাদজা ৮-২-২১-০, উইলিয়ামস ৪-০-৫-১)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ২ ওভারে ১/০ (হ্যামিল্টন মাসাকাদজা ১*, চারি ০*; তাইজুল ১-০-১-০, অপু ১-১-০-০)

(জাস্ট নিউজ/একে/১০২২ঘ.)