নতুন কোচ নিয়ে রাতে নামছে রিয়াল মাদ্রিদ

নতুন কোচ নিয়ে রাতে নামছে রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৭ নভেম্বর (জাস্ট নিউজ) : নতুন কোচ নিয়ে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় জয়ের অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ। চেক রিপাবলিকে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে সোলারির অধীনে ফেভারিটের তকমা গায়ে মেখে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়। দেখাবে সনি সিক্স।

গত লেগে প্লজেনকে আনায়াসে হারিয়েছে রিয়াল। লোপেতেগির অধীনে দলের টানা হারে প্রাণ ফেরায় চ্যাম্পিয়নস লিগের এই জয়। এবার নতুন কোচের অধীনেও প্লজেনের বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট হয়ে মাঠে নামছে আবার। দায়িত্ব নেওয়ার পর দুটি ম্যাচেই জিতেছে তার অধীনে। এবার তৃতীয় জয়ের অপেক্ষায় রিয়াল মাদ্রিদের হয়ে ২০০২ সালে চ্যাম্পিয়নস লিগ জেতা সাবেক এই ফুটবলার, ‘এটা সব সময়ই অসাধারণ, এই প্রতিযোগিতা আমাদের ক্লাবের ইতিহাসের সঙ্গে জড়িত, যাকে আলাদা করা যায় না। আমরা যখনই চ্যাম্পিয়নস লিগের কথা শুনি উত্তেজিত হয়ে যাই। কোচ হিসেবে তৃতীয় ম্যাচ, একই সঙ্গে আবার চ্যাম্পিয়নস লিগে আসতে পারায় আমি খুশি।’

বার্সার কাছে হারের পর দলের উন্নতি নিয়ে তার মন্তব্য, ‘ফুটবলের সমাধানের দিকে যদি দেখেন তাহলে এটা একটি বিষয়ের ওপর নির্ভর করে না। নির্ভর করে ধারাবাহিকভাবে উন্নতির ওপর।’

গুরুত্বপূর্ণ অপর ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। আগের তিন ম্যাচের তিনটিতেই জয় পাওয়া জুভেন্টাস এইচ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আগের ম্যাচে ম্যানইউকে ১-০ গোলে হারানো জুভেন্টাস এবার ঘরের মাঠে খেলতে নামবে। বুধবার দিবাগত রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি টেন টু।

এই ম্যাচটায় জুভেন্টাসের লক্ষ্য পরের পর্ব নিশ্চিত করা। কোচ অ্যালেগ্রিও জানালেন তেমনটা, ‘এই মুহূর্তে আমরা ভালো করছি। তবে এই ম্যাচে আমাদের প্রথম লক্ষ্য নিশ্চিত করা, চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে যাওয়ার সুযোগ। এরপরেই আমরা পরবর্তী লক্ষ্য সিরি আ’তে নজর দিবো।’একই সময়ে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে শাখতার দোনেৎস্কের। ম্যাচটি দেখাবে সনি টেন ১। একই সময়ে বায়ার্ন মুখোমুখি হবে অ্যাথেন্সের। দেখাবে সনি ইএসপিএন।

(জাস্ট নিউজ/এমজে/১৬২০ঘ.)