তাইজুলের ঘূর্ণিতে বেসামাল জিম্বাবুয়ে

তাইজুলের ঘূর্ণিতে বেসামাল জিম্বাবুয়ে

ঢাকা, ১৩ নভেম্বর (জাস্ট নিউজ) : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে জিম্বাবুয়েকে দারুণ চাপে রেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে দ্রুত উইকেট তুলে নিচ্ছেন বাংলাদেশ স্পিনাররা। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও তাইজুলের স্পিনের জবাব পাচ্ছে না জিম্বাবুয়ে। সর্বশেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে তৃতীয় দিনে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে। এর মধ্যে চার উইকেটই নিয়েছেন তাইজুল।

তৃতীয় দিনের শুরুতে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ফেরান নাইটওয়াচম্যান ডোনাল্ড ট্রিপানোকে। এরপর উইকেট তুলে নেন মেহেদি মিরাজ। জিম্বাবুয়ে হয়ে দারুণ খেলো ব্রেইন চেরিকে ৫৩ রানে ফেরান তিনি। প্রথম টেস্টে ভালো খেলা শন উইলিয়ামসও এরপরেই ফেরেন তাইজুলের বলে। তাদের ২ রান যোগ হতেই সিকান্দার রাজাকে বোল্ড করে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। এছাড়া দ্বিতীয় দিনের শেষ বিকালে ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে ফেরান তিনি। তবে ব্রেন্ডন টেইলর ৫৫ রানে ব্যাট করে যাচ্ছেন।নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে পিটার মুর।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দলের হয়ে মুশফিক ডাবল সেঞ্চুরি করেন। মুমিনুল খেলেন ১৬১ রানের ইনিংস। এছাড়া মেহেদি মিরাজ পান ফিফটি। প্রথম ইনিংসে ব্যাট করা জিম্বাবুয়ের ফলোঅন এড়াতে করতে হবে কমপক্ষে ৩২২ রান।

প্রথম দুই দিনে উইকেট থেকে তেমন কোন সহায়তা পায়নি কোন দল। তবে তৃতীয় দিন উইকেট কিছুটা ভাঙবে বলে আশা করেছিলেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। এরই মধ্যে উইকেট থেকে দারুণ টার্ন পাচ্ছেন তাইজুল-মিরাজরা।

(জাস্ট নিউজ/একে/১৪২৫ঘ.)