ওয়ার্নারদের জন্য খারাপ লাগছে : কোহলি

ওয়ার্নারদের জন্য খারাপ লাগছে : কোহলি

ঢাকা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের মধ্যে এই দুই দলের খেলোয়াড়দের চরম রেষারেষি অনেকবারই দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু মাঠের বাইরে তারা যে বিশেষ বন্ধুও, সেটা জানা ছিল না অনেকেরই। যেটা জানা গেল রবিবার। অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলে অ্যাডাম গিলক্রিস্টকে সাক্ষাৎকার দিতে গিয়ে যে কথা প্রকাশ্যে আনলেন বিরাট কোহলি। আর কোহালির সেই ‘বন্ধু’র নাম ডেভিড ওয়ার্নার!

টেস্ট সিরিজ শুরুর আগেই গিলক্রিস্টকে এই বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি। যার দ্বিতীয় পর্ব রবিবার সম্প্রচারিত হলো। যেখানে কোহলি বলে দেন, ‘‘আমি আর ডেভিড ওয়ার্নার বেশ ভাল বন্ধু। ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। ম্যাচের পরে ও আমাকে মোবাইলে টেক্সটও করে। ভাল ভাল কথা বলে।’’

এখানেই শেষ নয়! কোহলি আরও বলেন, ‘‘কোন সম্পর্ক তৈরি করতে দু’জনেরই অবদান লাগে। মাঠের মধ্যে অনেক কিছুই ঘটে থাকে। কিন্তু সে সব ভুলে বন্ধুত্ব হতেই পারে, যদি দু’জনেই সেটা চায়। ডেভিড বন্ধুত্বের হাত বাড়িয়েছে। আমিও তা সাদরে গ্রহণ করেছি।’’

বল বিকৃতি কাণ্ডের পরে ওয়ার্নার, স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফ্টদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা মেনে নিতে পারছেন না কোহলি। পরিষ্কার বলে দিচ্ছেন, ‘‘ওদের দেখে দুঃখ হচ্ছে।’’ আপাতত নির্বাসনের শাস্তি ভোগ করছেন ত্রয়ী। ওই ঘটনার সময় আপনার বন্ধু ওয়ার্নারের সঙ্গে কি কথা বলেছিলেন? গিলক্রিস্টের প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘ঠিক ঘটনার সময় হয়নি। কিন্তু তার পরে আমার সঙ্গে ওর কথা হয়েছে। ওই ঘটনার আগেও হয়েছে।’’

বল-বিকৃতি কাণ্ড নিয়ে কোহলি বলেন, ‘‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে ওদের যেতে হয়েছে, সেটা যেন কাউকে যেতে না হয়। ডেভিড আমার বন্ধু, স্মিথকেও অনেক দিন থেকে চিনি। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন, যতই লড়াই হোক না কেন, এ রকম ঘটনা কোন ক্রীড়াবিদের সঙ্গে ঘটছে দেখাটাও দুঃখজনক।’’

কোহলি যোগ করেন, ‘‘ওদের নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কোন মন্তব্য করতে চাই না। কিন্তু এটা বলব, পুরো ব্যাপারটাই অপ্রীতিকর ছিল। ক্রিকেটার হিসেবে কখনওই এই সব ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে চাইব না।’’

(জাস্ট নিউজ/এমজে/১৫৪০ঘ.)