তামিম-সাকিবের ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে বাংলাদেশ

তামিম-সাকিবের ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে বাংলাদেশ

ঢাকা, ১৫ জানুয়ারি (জাস্ট নিউজ): ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মামুলি ১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দীর্ঘ দিন মাঠের বাহিরে থাকা এনামুলকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ইকবাল। যদিও জুটিটি দীর্ঘ হয়নি তামিম-এনামুলের। ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরেন এনামুল হক।

এরপর তামিমের সঙ্গে হাল ধরেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম-সাকিবের ব্যাটিং দৃঢ়তায় ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ৩৬ ও সাকিব ৩৭ রান নিয়ে ব্যাট করছেন।

এদিকে সকালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১২ টায়।

সাকিবের, মুস্তাফিজ ও রুবেলের বোলিং নৈপুণ্যে মাত্র ১৭০ রান তুলতে অলআউট হয় হিথ স্ট্রিকের শিষ্যরা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ ১৭০ রান তুলতে পেরেছে হিথ স্ট্রিকের শিষ্যরা। সর্বোচ্চ ৫২ রান করেছেন সিকান্দার রাজা। পিটার মুর দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন। বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাকিব, ২টি করে নিয়েছেন মুস্তাফিজ আর রুবেল হোসেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই হোচট খায় জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট নেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ওভারের প্রথম বলটি একটি এগিয়ে এসে মারতে চেয়েছিলেন সলোমন মির (০)। কিন্তু টাইমিং মিস হয়ে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লোভসে। স্টাম্পিং করার সুযোগটি মিস করেননি মুশফিক। এক বল পরেই সাকিবের ঘূর্ণি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন এরভিন (০) মিড উইকেটে দাঁড়ানো সাব্বির রহমানের হাতে।

জিম্বাবুয়ের ইনিংসে তৃতীয় আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। ম্যাশের উইকেটেও অবদান আছে মুশফিকের। মাসাকাদজার (১৫) ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি উইকেটের পেছন থেকে তিনি গ্লোভসবন্দি করেন।সিকান্দার রাজাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ব্রেন্ডন টেইলর। কিন্তু 'কাটার মাস্টার' মুস্তাফিজের বলে মুশফিকের গ্লোভসবন্দি হয়ে ২৪ রানেই থামে তার ইনিংস। এরপর ম্যালকম ওয়েলারকে (১৩) সাব্বির রহমানের তালুবন্দি করে ক্যারিয়ারের তৃতীয় উইকেট তুলে নেন সানজামুল।

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই লড়াই করছিলেন সিকান্দার রাজা। নাসিরকে বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বলে ২টি করে চার ও ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি। সেই নাসিরের ফিরতি ওভারেই ৫২ রানে রান-আউট হয়ে যান রাজা। আবারও সাকিব বোলিংয়ে এসে গ্রায়েম ক্রেমারকে (১২) রানে আউট করেন রুবেলেন ক্যাচের মাধ্যেমে ।

৪৮তম ওভারে রুবেলের জোড়া আঘাতেই কার্যত শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। পরপর দুই বলে রুবেল ফিরিয়ে দেন পিটার মুর (৩৩) আর চাতারাকে (০)। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন তিনি । ব্লেসিং মুজরাবানিকে (১) বোল্ড করে শেষ পেরেকটা ঠুকে দেন মুস্তাফিজ। ৪৯তম ওভারে ১৭০ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে

(জাস্ট নিউজ/এম.আর/একে/ ১৭২১ঘ)