আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা

আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা

ঢাকা, ১৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চন্ডিকা হাথুরুসিংহেও! টাইগারদের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিন্ন করে ম্যাথিউসদের দায়িত্ব নিয়েছেন তিনি। আজ বাংলাদেশের হাথুরু-পরীক্ষা। পরীক্ষা হাথুরুরও। মাশরাফি, সাকিব, তামিমদের খেলার খুঁটিনাটি সম্পর্কে সম্যক ধারণা আছে তার। সেই ধারণাকে পুঁজি করেই স্বাগতিকদের বধ করার ছক কষবেন হাথুরু।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা যদিও এই ম্যাচে হাথুরু-ফ্যাক্টরকে দেখছেন না। তবুও মিরপুরে আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ছায়া হয়ে থাকবেন হাথুরু। জিম্বাবুয়ের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে বসা শ্রীলংকার জন্য অতীব গুরুত্বপূর্ণ দ্বৈরথ হাথুরুর ভাগ্য-পরীক্ষারও ম্যাচ।

বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়ের কাছে হেরেছে শ্রীলংকা। তাহলে তো লংকানদের বিপক্ষে বাংলাদেশের জয়ই পাওয়ার কথা! অনেকে এভাবে অঙ্কটা মেলানোর চেষ্টা করতে পারেন। তবে মাশরাফিদের দৃষ্টিতে শ্রীলংকা বড় প্রতিপক্ষ। ওয়ানডেতে শ্রীলংকার বাজে সময় যাচ্ছে। পরিত্রাণের জন্য যোগ হয়েছেন হাথুরু। যিনি আজ টাইগারদের প্রতিপক্ষ। মাশরাফিদের চিন্তা হাথুরুকে নিয়ে নয়, নিজেদের নিয়ে।

কাল ড্রেসিংরুমের সামনে দীর্ঘসময় আলোচনা করে উইকেট দেখতে গেলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। পরে যোগ হলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। শ্রীলংকার সঙ্গে কেমন উইকেটে খেলা হবে, তার পরিকল্পনা আগেই নিয়ে রেখেছে স্বাগতিকরা। উইকেট পরিকল্পনামতো হল কিনা, দেখে নিলেন তারা। সাকিব-মাশরাফিকে কোচ হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।

মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ে যে ‘ব্র্যান্ড’টা খেলেছে, আমাদের একইভাবে খেলতে হবে। প্রতিপক্ষও এমন ক্রিকেট খেলতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন সুযোগ বেশি কাজে লাগাতে পারি।’ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংসহায়ক উইকেট হবে। বাংলাদেশের চার পেসার খেলানোর পরিকল্পনা রয়েছে। এদিকে মেহেদী হাসান মিরাজকে খেলানোর পরিকল্পনা ছিল। আগের ম্যাচে সানজামুল ভালো বল করায় তাকে বাদ দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এ দুটি জায়গা ছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আসবে না। এক ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে তামিম ইকবালের প্রয়োজন আর মাত্র ১২৬ রান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৫১৪ রান নিয়ে এক ভেন্যুতে সর্বোচ্চ রান সনথ জয়সুরিয়ার।

লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনজুরি কিছুটা হলেও সুখবর দিচ্ছে স্বাগতিকদের। তিনি খেলবেন কিনা, আজ সকালে তা নিশ্চিত হবে। কাল তিনি অনুশীলন করেননি। ম্যাথিউস খেললে শ্রীলংকার চতুর্থ অধিনায়ক হিসেবে ১০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন। না খেললে তার জায়গায় নিরোশান ডিকভেলা খেলবেন। অনুশীলন শুরু করার আগে উইকেট দেখে মিরপুর একাডেমি মাঠে ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের সঙ্গে দীর্ঘসময় আলোচনা সেরে নেন হাথুরু। কয়েক গজ দূরে দাঁড়িয়ে অনুমান করা গেল, মোস্তাফিজুর বোলিং তাদের আলোচনার বিষয়। বিশেষ করে তার কাটার নিয়ে আলোচনা চলছিল।

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরা এখন লংকান দলের ব্যাটিং পরামর্শক। তিনি বলেন, ‘এখানে দু-একটি ম্যাচ আমরা হারতেই পারি। আসল বিষয় হল, আগের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নেয়া। যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু হবে।’

(জাস্ট নিউজ/জেআর/১০৪৫ঘ.)