৮৪ রানে ফিরে গেলেন তামিম

৮৪ রানে ফিরে গেলেন তামিম

ঢাকা, ১৯ জানুুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জয়ী হয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।

৩৬ ওভার ২ বলে দুই উইকেটে এখন বাংলাদেশের সংগ্রহ ২১৬ রান।

কিছুক্ষণ আগেই ৮৪ রানে ফিরে গেছেন তামিম ইকবাল। ৫৭ বলে ৫৯ রান নিয়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান। আরেক পাশে ২২ বলে ২৭ রানে করে ব্যাটিংয়ে মুশফিকুর রহিম।

প্রথম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিসের হাতে জীবন পান এনামুল হক। তবে ১৪.৫ ওভারে আর শেষ রক্ষা হয়নি।

থিসারা পেরেরার বাউন্সার খেলতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দিয়ে ৩৭ বলে ৩৫ রান করে ফিরেন যান তিনি।

চারদিন আগে জিম্বাবুয়েকে ১৭০ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের জয় পায় টাইগাররা। অন্যদিকে শ্রীলঙ্কা ১২ রানে হেরে যায় জিম্বাবুয়ের কাছে।

দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

আর অ্যাঞ্জেলো ম্যাথুজ শ্রীলঙ্কা দলের বাইরে রয়েছেন। দিনেশ চান্ডিমালের নেতৃত্বে খেলবে তারা।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকবিলা, কুশল মেন্ডিস, আসেলা গুনারতেœ, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ।

(জাস্ট নিউজ/জেআর/১৪৪০ঘ.)