সিলেটে মুখোমুাখি বাংলাদেশ-শ্রীলংকা

সিলেটে মুখোমুাখি বাংলাদেশ-শ্রীলংকা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

পুণ্যভূমি সিলেটের মাটিতে শুরুটা জয়ের আবিরে রাঙাতে চায় বাংলাদেশ। সিরিজ হার এড়াতে টাইগারদের সামনে জয় ছাড়া ভিন্ন রাস্তা নেই। মিরপুরে ছয় উইকেটে হারলেও আজ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।

অভিষেকের এই দিনকে স্মরণীয় করে রাখার ইঙ্গিত সংবাদ সম্মেলনেও দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ভালো করে সিরিজে সমতা আনতে চান টাইগাররা।

অবশ্য টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশকে ‘জয়ের’ রসদ যোগাবে সিলেটের দর্শক।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।

(জাস্ট নিউজ/জেআর/১০২০ঘ.)