ইউরোপা লিগের শেষ ষোলোতে আর্সেনাল

ইউরোপা লিগের শেষ ষোলোতে আর্সেনাল

 

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বড় বাঁচা বেঁচে গেলো আর্সেনাল। ওস্তারসুন্দের বিপক্ষে ঘরের মাঠে তারা ২-১ গোলে হারলো বৃহস্পতিবার। তবে সুইডেনে প্রথম লেগটা ৩-০ গোলে জেতায় ৪-২ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

২২ ও ২৩ মিনিটে হোসাম আইয়েস ও কেন সেমার গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ওস্তারসুন্দ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সিড কোলাসিনাকের গোলে ব্যবধান কমায় গানাররা। তবে হার এড়াতে পারেনি তারা।

রবিবার ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে এই হার অস্বস্তিতে ফেলে দিলো আর্সেনালকে।

আর্সেনালের মতো আতঙ্কের মুখোমুখি হয়ে শেষ ৩২ এর বাধা উতরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। আটলান্টার বিপক্ষে দ্বিতীয় লেগে তারা করেছে ১-১ গোলের ড্র। প্রথম লেগ জিতেছিল ৩-২ গোলে। দুই লেগে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পেলো জার্মানরা।

এদিকে লিপজিগের মাঠে ২-০ গোলে জিতেও বাদ পড়েছে নাপোলি। ইতালিয়ান জায়ান্টদের অ্যাওয়ে গোলে বিদায় করেছে লিপজিগ। গত সপ্তাহে ইতালিয়ানদের মাঠে তারা জিতেছিল ৩-১ গোলে। দুই লেগের অগ্রগামিতা ৩-৩ গোলের, অ্যাওয়ে গোলের সুবিধা পেলো লিপজিগ।

এফসি কোপেনহেগেনের মাঠে প্রথম লেগে ৪-১ গোলের উড়ন্ত জয় পাওয়া অ্যাতলেতিকো মাদ্রিদ ছোট জয় পেয়েছে নিজের মাঠে। গামেইরোর গোলে তারা জিতেছে ১-০ গোলে। দুই লেগের অগ্রগামিতায় ৫-১ গোলে শেষ ষোলোতে স্প্যানিশরা।

লুদোগোরেতস রাজগার্দের বিপক্ষে দ্বিতীয় লেগে এসি মিলান জিতেছে ১-০ গোলে। দুই লেগের অগ্রগামিতায় ৪-০ গোলে তারা পার করলো শেষ ৩২ এর বাধা।

এছাড়া শেষ ষোলোর টিকিট পেয়েছে লোকোমোটিভ মস্কো, ডায়নামো কিয়েভ, লাজিও, স্পোর্তিং সিপি, ভিক্টোরিয়া প্লজেন, লিওঁ, জেনিত সেন্ট পিটার্সবুর্গ, অ্যাথলেটিক বিলবাও, মার্শেই ও এফসি সলজবার্গ। ইএসপিএনএফসি

(জাস্ট নিউজ/ডেস্ক/ওটি/১০৪১ঘ.)