ইনিংস ব্যবধানেই হারল ওয়েস্ট ইন্ডিজ

ইনিংস ব্যবধানেই হারল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হলো না ওয়েস্ট ইন্ডিজের। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবেই হেরেছে তারা। ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ৬৭ রানে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে টেসে হেরে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়। এই ইনিংসে তাদের সর্বোচ্চ সংগ্রহ কিয়েরন পাওয়েলের, তিনি ৪২ রান করেন। নীল ওয়াগনার ১৪.৪ ওভার বল করে মাত্র ৩৯ রান দিয়ে সাত উইকেট তুলে নিয়ে ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামান।

জবাবে কিউইরা প্রথম ইনিংস গড়ে বিশাল সংগ্রহ, ৫২০ রান। টম ব্লান্ডেল (১০৭*), কলিন গ্র্যান্ডহোমের (১০৫) সেঞ্চুরি ও রস টেললের (৯৩) অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় এই বিশাল সংগ্রহ গড়ে তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ৩১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাই ইনিংস ও ৬৭ রানে হেরে যায় তারা। কিউইদের পক্ষে ৫৭ রানে তিনটি উইকেট নেন ম্যাট হ্যানরি। দুটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, কলিন গ্র্যান্ডহোম ও নীল ওয়াগনার। ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন নীল ওয়াগনার।

(জাস্ট নিউজ/জেআর/২১২০ঘ.)