'অন্তত ৬ সপ্তাহের জন্য' মাঠের বাইরে নেইমার

'অন্তত ৬ সপ্তাহের জন্য' মাঠের বাইরে নেইমার

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : আর মাত্র ছয়দিন পরই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে পিএসজি। কিন্তু সেই ম্যাচেই খেলতে পারছেন না দলের সবচেয়ে বড় ভরসা নেইমার।

বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের বাবা জানিয়েছেন, লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পাওয়া নেইমারকে 'অন্তত ছয় সপ্তাহ' মাঠের বাইরে থাকতে হবে।

গত রবিবার ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতলেও উল্লাসে ফেটে পরেননি পিএসজি সমর্থকরা। কারণ ওই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ত্যাগ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেই সঙ্গে শঙ্কাও জাগে— রিয়ালের বিরুদ্ধে খেলতে পারবেন তো নেইমার? অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। অন্তত ছয় সপ্তাহ মাঠে দেখা যাবে না নেইমারকে।

রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে হেরেছে পিএসজি। কিন্তু দলের সবচেয়ে বড় ভরসা নেইমার না থাকায় নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের লড়াইটা তাদের জন্য আরো কঠিন হয়েই দাঁড়াল।

(জাস্ট নিউজ/একে/১৯৩০ঘ.)