ঢাকায় পৌঁছে স্টেডিয়ামে গেলেন পাইবাস

ঢাকায় পৌঁছে স্টেডিয়ামে গেলেন পাইবাস

ঢাকা, ৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আগেই জানা গিয়েছিল আজ সন্ধ্যায় ঢাকায় আসবেন তিনি। এলেনও, ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান কোচ রিচার্ড পাইবাস। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদে পরীক্ষা দিতেই এসেছেন তিনি। ঢাকায় এসে চলে গেলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দেখেছেন স্টেডিয়ামে বসেই।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার দুপুরে বিসিবিতে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে পাইবাসের।

পাইবাস এর আগেও স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের কোচ ছিলেন। ২০১২ সালে এসে মাত্র সাড়ে চার মাস দায়িত্ব পালন করে ফিরে গিয়েছিলেন তিনি।

গত নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন হাথুরুসিংহে। ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে গত দুই-আড়াই বছরে বাংলাদেশ দল দারুণ কিছু সাফল্য পায়। ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এরপর ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে সিরিজ হারিয়েছে টাইগাররা। এরপর গত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠে মাশরাফির দল।

এখন তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হতে পারেন। লঙ্কান সংবাদমাধ্যমের খবর, দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে নাকি তাঁর কথা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে।

(জাস্ট নিউজ/জেআর/২১১৩ঘ.)