কোটি টাকা পুরস্কার পাচ্ছেন টাইগাররা

কোটি টাকা পুরস্কার পাচ্ছেন টাইগাররা

ঢাকা, ১৭ মার্চ (জাস্ট নিউজ) : শ্রীলংকার বিপক্ষে চরম উত্তেজনার ম্যাচে শুক্রবার ২ উইকেটে নাটকীয় জয় পায় বাংলাদেশ। এমন রোমাঞ্চকর জয়ে নিদাহাস ট্রফির ফাইনাল মঞ্চে উঠে টাইগাররা। তাদের এ বিজয়ের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার কলম্বোয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি এ ঘোষণার কথা জানান।

বিসিবি সভাপতি বলেন, নিদাহাস ট্রফির ফাইনাল মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচটি ঘিরেও রয়েছে বিসিবির পুরস্কার।

আর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করতে পারলে বাংলাদেশ জাতীয় দলের কোটি টাকার পুরস্কারে টাকার পরিমাণ আরো বাড়বে বলেও জানান নাজমুল হাসান পাপন।

গতকাল ম্যাচের মধ্যে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ বর্জন করতে চেয়েছিল বাংলাদেশ! যদি সেই সময় টাইগাররা ম্যাচ বর্জন করতো তাহলে সে ক্ষেত্রে বিদায় নিতো বাংলাদেশ। সে সিদ্ধান্তে বাধা দেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। পরে ম্যাচের শেষে তিন বলে ১২ রান নিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

আগামী ১৮ মার্চ নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

জাস্ট নিউজ/এমআই/১৬৫৩ঘ.)