বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যাথা হচ্ছে!

বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যাথা হচ্ছে!

ঢাকা, ১৮ মার্চ (জাস্ট নিউজ) : পরিসংখ্যান যতই তাদের পক্ষে থাকুক, নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নিতে চায় না রোহিত শর্মার ভারত। বিশেষত যেভাবে বাংলাদেশ দু’‌বার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্তভাবে রান তাড়া করে জিতেছে, তাতে ভারতকে যেতে হচ্ছে নতুন পরিকল্পনায়।

পরিসংখ্যান হয়তো বলবে এ পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটাও টি-২০ ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু তাতে এতটুকু আত্মতুষ্ট হতে রাজি নয় ভারতীয় শিবির। বাংলাদেশের কাছে হেরে মুখ পোড়াতে রাজি নন রোহিতরা।

এ প্রসঙ্গে দীনেশ কার্তিক জানান, উপমহাদেশের মাটিতে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। ওদের জেদ মারাত্মক। গত কয়েক বছরে ওরা দারুণ উন্নতি করেছে। তাই আমাদের সতর্ক থাকতেই হবে।‌

কার্তিক আরো বলেন, ‌সত্যি কথা বলতে, যখন আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলি তখন লোকে বলে, ও আচ্ছা, তোমরা বাংলাদেশকে হারিয়েছ। কিন্তু হেরে গেলেই লোকে বিস্মিত হয়ে প্রশ্ন করবে, সে কী, তোমরা বাংলাদেশের কাছে হেরে গেছো!‌ এবারও তার ব্যতিক্রম নয়।‌

আয়োজক দেশই উঠতে পারেনি ফাইনালে। তাই রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে হয়তো সেভাবে ভিড় দেখতে পাওয়া যাবে না। কার্তিক মেনে নিয়েছেন, দর্শকদের অভাব ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, ‌বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আমাদের ফিল্ডিং সব থেকে খারাপ ছিল। কারণ বেশি সমর্থন আমরা পাইনি, তাই মোটিভেশনটা ছিল না। মাঠে লোক থাকুক বা না থাকুক, আউটফিল্ড ফাস্ট হোক না হোক, ফিল্ডিংয়ে আরো উন্নতি করতেই হবে। পরের দুটো ম্যাচে আমরা সেটা দেখিয়েও দিয়েছি।‌

এদিকে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠায় গোটা দলকে এক কোটি টাকা পুরস্কার দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। শনিবার বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান জানান, ‌আমি মনে করি এটা বড় কৃতিত্ব। তাই এই টাকাটা ওদের বোনাস হিসেবে দিচ্ছি। ফাইনালে জিতলে বোনাস আরো বড় হবে।‌

(জাস্ট নিউজ/এমআই/১১২৩ঘ.)