টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা, ১৮ মার্চ (জাস্ট নিউজ) : নিদাহাস ট্রফি জিততে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। লিগ পর্বে ভারতের বিপক্ষে খেলা দুটি ম্যাচে বাংলাদেশ হারলেও আজ অনেকটা ফুরফুরে মেজাজেই মাঠে নামবে টাইগাররা। কারণ গত ম্যাচে উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে জয় পেয়েছে সেটি অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে।

তবে লিগ পর্বে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে হারলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দেয়ায় বাংলাদেশ দল জয়ের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী। সেই প্রত্যয় নিয়েই শিরোপা জিততে সন্ধ্যায় ভারতের মোকাবেলা করতে নামবে সাকিববাহিনী।

শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই একাদশ নিয়ে আজ খেলছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হাসান অপু।

ভারতের একাদশ : রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াসিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, বিজয় শংকর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১৫ঘ.)