যে কারণে মাঠেই বমি করতেন, জানালেন মেসি

যে কারণে মাঠেই বমি করতেন, জানালেন মেসি

ঢাকা, ২০ মার্চ (জাস্ট নিউজ) : কিছুদিন আগেও কোনো ম্যাচে খেলতে নেমে মাঠেই বমি করতে দেখা যেত লিওনেল মেসিকে। কিন্তু এখন আর তা দেখা যায় না। কিন্তু কেন বমি করতেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা? আর কেনই-বা এখন তাঁকে বমি করতে দেখা যায় না?

মেসি অকপটে জানালেন,খাদ্যাভাস পরিবর্তনের কারণেই এখন আর তিনি মাঠে বমি করেন না। বললেন,‘আমি খেলতে নামার আগে চকলেট আর বিভিন্ন রকম কোমল পানীয় পান করতাম। প্রায় সব ধরনের খাবার খেতাম। এখন আর সেরকম করি না।’

কয়েক বছর ধরেই বমির সমস্যায় ভুগছিলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড লিও। সমস্যার শুরুটা হয়েছিল ২০১৪ সালে বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ চলার সময়। এর পর একই দৃশ্য দেখা যায় গত বছর বলিভিয়ার বিপক্ষে লা পাসে খেলার সময়। কিন্তু এখন তাকে এই সমস্যায় পড়তে হয় না।

মেসির মাঠে বমি করা নিয়ে চিকিৎসকদেরও নানা সম্যায় পড়তে হয়েছে। বমি করার কারণ খুঁজে পাচ্ছিলেন না তারা। এমনকি মেসির বড় কোনো অসুখ হয়েছে কিনা তা নিয়েও দুশ্চিন্তায় থাকতে হতো চিকিৎসকদের।

বাঘা বাঘা চিকিৎসকরা প্রথমে মেসির বমি হওয়ার কারণ হিসেবে স্নায়ুচাপের কথা বলেছিলেন। কিন্তু এর কোনো সমাধান পাচ্ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, মেসির খাদ্যভাসের কারণেই তিনি খেলার মাঠে বমি করতেন। ইতালির এক চিকিৎসক ২০১৫ সালে দাবি করেন, তার চিকিৎসায় মেসির সমস্যার সমাধান হয়।

টেলিভিশন অনুষ্ঠান ‘লা করনিসা’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি যখন মাঠে বমি করতাম, তখন অনেক খারাপ লাগতো। আবার অনেক সময় মাঠেই অসুস্থ হয়ে যেতাম। তখন ভাবতাম আমি হয়তো আর খেলতে পারব না। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। আমি আমার খাদ্যাভাসে পরিবর্তন এনেছি। এখন আমার বমির সমস্যা নেই।’

আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর আরও বলেন, ‘এখন আমি আর চকলেট, আলফাহোরেস খাই না। এমনকি বাজে কোনো পানীয়ও না। ওসব পরিবর্তন করে এখন ভালো খাবার খাই; যেমন মাছ, মাংস, সবজি, সালাদ। খাদ্যাভাস পরিবর্তনের পর খেয়াল করলাম, এখন আর বমির সমস্যাটা নেই। অথচ আমার চিকিৎসকরা বলেছিল, বিভিন্ন কারণে এটা হতে পারে।’

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২০৪ঘ.)