শনিবার ইতালির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

শনিবার ইতালির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ঢাকা, ২২ মার্চ (জাস্ট নিউজ) : দোরগোড়ায় রাশিয়া বিশ্বকাপ। শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে ক্ষণ-গণনাও। সব আয়োজন শেষ করে এনেছে স্বাগতিকরা। পিছিয়ে থাকতে নারাজ অংশগ্রহণকারি দেশগুলোও। ব্রাজিলের একদিন পরই আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর নিয়ে এলো আলবেসিলেস্তারা। ইতালির সঙ্গে প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে আর্জেন্টিনা। এ উপলক্ষে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে বসেছে নীল-সাদার আসর।

শনিবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দু’দল।

গত মঙ্গলবার সকালে ম্যানচেস্টারে পৌঁছান আর্জেন্টাইন ফুটবলাররা। প্রস্তুতি নেন ওয়ার্ম আপের। তবে কোথায় যেন আটকে ছিলো সবকিছু। সে ধাঁধাও মিটে গেলো বিকেলের মধ্যেই। বার্সেলোনা থেকে উড়ে আসেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। যোগ দেন অনুশীলনে।

এদিকে এ ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আর্জেন্টিনা দলে ফিরছেন গঞ্জালো হিগুয়াইন। অনুশীলনে ছিলেন তাই, বাড়তি মনোযোগি। ডিমারিয়া, রোহোরা নিজ নিজ লিগে ছন্দে থাকায় ইতালির বিপক্ষে ম্যাচের আগে নির্ভার আছেন সাম্পাওলি। তবে বাছাইপর্বের ভুলগুলো শুধরে দলের সঠিক কম্বিনেশনটাকে খুঁজে নিতে বদ্ধ পরিকর আর্জেন্টিনা বস।

এদিকে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে ৬০ বছর পর মাঠে দেখা যাবে না আজ্জুরিদের। নীলদের এই বিষাদ আরো বাড়িয়ে দিচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গী হতে হওয়ায়। তাই হয়তো ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ নেই ইতালি সমর্থকদের।

তবে মর্যাদার লড়াইয়ে আলবেসিলেস্তাদের একচুল ছাড় দিতেও নারাজ ইতালি। বিশ্বকাপে না যেতে পারার জ্বালাটা আর্জেন্টিনাকে হারিয়েই মেটাতে চায় লুইজি ডি বিয়াজিও'র শিষ্যরা।

ইতালির বিপক্ষে ম্যাচের পর স্পেনের মাদ্রিদে যাবে আর্জেন্টিনা। সেখানে স্বাগতিক স্পেনের সঙ্গেও ম্যাচ খেলার কথা রয়েছে মেসি-আগুয়েরোদের।

আর ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সার্জিও রোমেরো, নাওয়েল গুজম্যান, উইলি ক্যাবালিরো।

ডিফেন্ডার: মার্কোস রোহো, রামিরো ফুনিস মোরি, ফেডেরিকো ফাজিও, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা, এদুয়ার্দো স্যালভিও, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যব্রিয়েল মার্কাদো।

মিডফিল্ডার: জাভিয়ের ম্যাশ্চেরানো, লিয়েনদ্রো পেরেদাস, ম্যানুয়েল ল্যানজিনি, জিওভান্নি লিও চেলসো, লুকাস বিগলিয়া, এভার বেনিগা, অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: লিওলেন মেসি, গঞ্জালো হিগুইন, সার্জিও আগুয়েরো, দিয়েগো পেরোত্তি।

(জাস্ট নিউজ/ডেস্ক/এমআই/১৩২৯ঘ.)