আইপিএলে অধিনায়কত্ব হারালেন স্মিথ

আইপিএলে অধিনায়কত্ব হারালেন স্মিথ

ঢাকা, ২৬ মার্চ (জাস্ট নিউজ) : অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরো এক ধাক্কা খেলেন স্টিভ স্মিথ। রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হল তাকে। সোমবার দুপুরে এই ঘোষণা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে রাজস্থান কর্তৃপক্ষ।

স্মিথের বদলে অধিনায়ক করা হয়েছে অজিঙ্ক রাহানেকে। স্মিথের সাথে কথা বলেই যে এই পদক্ষেপ করা হয়েছে তা জানিয়েছেন রাজস্থানের ক্রিকেট হেড জুবিন ভারুচা।

ভারুচার কথায়, কেপটাউনে যেটা হয়েছে তাতে গোটা ক্রিকেট বিশ্বই স্তম্ভিত। আমরা এই ব্যাপারে বিসিসিআইয়ের সাথে যোগাযোগ রেখে চলছিলাম। স্মিথের সাথেও যোগাযোগ করি। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে স্মিথ।

রাজস্থানের অন্যতম মালিন মনোজ ভাদালে বলেন, ক্রিকেটকে শুদ্ধ রাখার জন্য রাজস্থান রয়্যালস বদ্ধপরিকর। তাই আমরা স্মিথকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছি। আমরা খুব ভাগ্যবান যে রাহানের মতো একজন যোগ্য উত্তরসূরি আমাদের দলে রয়েছে। রাহানে আমাদের দলে অনেক দিন রয়েছে, এবং এই অভিজ্ঞতা ওর দলকে চালনা করতে কাজে লাগবে।

তবে স্মিথকে নিয়ে রাজস্থান এই সিদ্ধান্ত নিলেও ওয়ার্নারকে নিয়ে হায়দ্রাবাদ কী করবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০৮ঘ.)