ভারত থেকে সরে আরব আমিরাতে এশিয়া কাপ

ভারত থেকে সরে আরব আমিরাতে এশিয়া কাপ

ঢাকা, ১১ এপ্রিল (জাস্ট নিউজ) : ভারত নয়, ২০১৮ সালের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি ২৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণেই টুর্নামেন্টটির ভেন্যু পরিবর্তন হল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটি জানিয়েছে।

এই বছরের এশিয়া কাপে সরাসরি মূলপর্বে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। এর আগে প্লে-অফ খেলবে আরব আমিরাত, হংকং, নেপাল, ওমান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। প্লে-অফের চ্যাম্পিয়ন দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

এটি এশিয়া কাপের ১৪তম আসর। প্রথম ১২টি ছিল ওয়ানডে। ২০১৬ সালে বিশ্বকাপ টি-টুয়েন্টির প্রস্তুতির জন্য প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে আসর আয়োজন করা হয়। ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দুই বছর আগে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে তারা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/০০০৫ঘ.)