বিপিএল-২০১৭

বৃষ্টির কারণে রংপুর-কুমিল্লার খেলা বন্ধ

বৃষ্টির কারণে রংপুর-কুমিল্লার খেলা বন্ধ

ঢাকা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : যা আশংকা করা হয়েছিল তাই হলো শেষ পর্যন্ত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফার ম্যাচের মাঝপথে আকাশ ভেঙে নেমে এল বৃষ্টি।

থেমে গেল রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ফাইনালে ওঠার লড়াই। এই রিপোর্ট লেখা পর্যন্ত অঝোরে বৃষ্টি হচ্ছে মিরপুরে।

রবিবার দিনের একমাত্র ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইল এবং জনসন চার্লস ভালোই শুরু করেছিলেন। তবে গত ম্যাচের মত ক্যারিবিয়ান দানবের ইনিংসটি বড় হয়নি। মাত্র ৩ রান করে মেহেদী হাসানের শিকার হয়েছেন তিনি। কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন অপর ওপেনার চার্লস।

বৃষ্টির আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান। জনসন চার্লস ৪৬ এবং ম্যাককালাম ৪ রানে অপরাজিত আছেন।

বৃষ্টি থামলেও পূর্ণ ওভার খেলা হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।

রংপুর রাইডার্সঃ ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, নাজমুল ইসলাম, ইসির উদানা, সোহাগ গাজী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ (উইকেটরক্ষক), জস বাটলার, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, গ্রায়েম ক্রেমার, মেহেদী হাসান, আল-আমিন হোসেন

(জাস্ট নিউজ/একে/১৯৫০ঘ.)