গেইলদের বিধ্বস্ত করে ১০ উইকেটে জিতল কোহলিরা

গেইলদের বিধ্বস্ত করে ১০ উইকেটে জিতল কোহলিরা

ঢাকা, ১৫ মে (জাস্ট নিউজ) : আগের দুই ম্যাচ হারলেও লড়াই করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে একেবারে বিধ্বস্ত তারা। তাদের ব্যাটিং লাইনকে বিধ্বস্ত করে ১০ উইকেটে জিতল বেঙ্গালুরু।

১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরেই থাকল বেঙ্গালুরু। অন্যদিকে এই হারে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন থেকে পাঁচে নেমে গেল পাঞ্জাব।

ইন্দোরে হলকার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিধ্বস্ত হয় পাঞ্জাবের ব্যাটিং লাইন। আইপিএলে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন ৮৮ রানে গুটিয়ে যায় তারা মাত্র ১৫.১ ওভারে। জবাবে বিরাট কোহলি ও পার্থিব প্যাটেলের ব্যাটে ৮.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান করে বেঙ্গালুরু।

ইনিংসের পঞ্চম বলে পার্থিবের হাতে জীবন পাওয়া ক্রিস গেইল জ্বলে উঠতে পারেননি। টানা চতুর্থ ম্যাচ তার ব্যাটে রান খরা দেখল ভক্তরা। লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে সব কিছু ঠিক চলছিল পাঞ্জাবের। কিন্তু পঞ্চম ওভারে উমেশ যাদবের জোড়া আঘাতে বিরাট ধাক্কা খায় তারা।

ওই ওভারের তৃতীয় ও শেষ বলে লোকেশ (২১) ও গেইল (১৮) আউট হন। এরপর কেবল অ্যারন ফিঞ্চ দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২৬ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

এই বিপর্যয়ের দিনে পাঞ্জাবের তিনটি রান আউট হয়েছে। সর্বোচ্চ ৩ উইকেট নেন উমেশ। একটি করে পেয়েছেন মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম, যুজবেন্দ্র চাহাল ও মঈন আলী।

মাত্র ৮৯ রানের লক্ষ্যে নেমে বেঙ্গালুরু টানা দ্বিতীয় জয় পায় কোহলি ও পার্থিবের ব্যাটে। ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। অধিনায়কের সঙ্গে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়ার পথে পার্থিব ২২ বল খেলে ৪০ রান করেন। ৭টি চার মেরেছেন তিনি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/০০৩০ঘ.)