'ফাঁস' আর্জেন্টিনার বিশ্বকাপ দল, বাদ ইকার্দি!

'ফাঁস' আর্জেন্টিনার বিশ্বকাপ দল, বাদ ইকার্দি!

ঢাকা, ২১ মে (জাস্ট নিউজ) : আর্জেন্টিনা কোচ সাম্পাওলির আজ সোমবার বিশ্বকাপের ২৩ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে। তবে সম্প্রচার সংস্থা টিওয়াইসি স্পোর্টস সাম্পাওলির আগেই জানিয়ে দিয়েছে কে কে থাকছেন আর্জেন্টিনার ২৩ সদস্যের দলে। টিওইয়াসির দেওয়া এ তালিকায় রয়েছে বেশ কিছু চমক।

আর্জেন্টিনার স্থানীয় সময় ১টায় রাশিয়ার বিমানে কে কে উঠবেন তা প্রকাশিত হবে। টিওইয়াইসি স্পোর্টসের দেওয়া তালিকায় দেখা যায় ম্যক্সিমিলিয়ানো মেজা, মার্কোস আকুনা ও ফ্রান্সো আরমানি রাশিয়া বিশ্বকাপের জন্য নির্বাচিত হলেও সুযোগ পাননি মারকো ইকার্দির মত আলোচিত তারকা।

গোল মুখে বারবার ব্যার্থ হওয়া গঞ্জালো হিগুয়েইন আছেন ২০১৮ বিশ্বকাপের দলে। দিবালা ও ইকার্দি আলোচিত নাম হলেও আর্জেন্টিনার হয়ে দিবালা ১২ ম্যাচে কোনো গোল করতে পারেননি। এ দুজনের দলে ডাক পাওয়ায় দলের অনুমিত থাকলেও টিওইয়াইসের দেওয়া তথ্যমতে যদি ইকার্দি দলে সুযোগ না পায় তাহলে কোচ সাম্পাওলিকে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সামলাতে হবে অনেক চাপ।

টিওইয়াইসির দেওয়া খবর অনুযায়ী আর্জেন্টিনার বিশ্বকাপ দল-

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো, সার্জিও রোমেরো।

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, হাভিয়ার মাচেরানো, ফেডেরিকো ফ্যাজিও, ক্রিস্টিয়ান আনসালদি, মার্কোস রোহো, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।

মিডফিল্ডার : ম্যাক্সিমিলিয়ানো মেজা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো, এভার বানেগা, লুকাস বিলিয়া, এডুয়ার্ডো সালভিও, ক্রিস্টিয়ান প্যাভন।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৪১ঘ.)