হঠাৎ অবসরের ঘোষণা ডি ভিলিয়ার্সের

হঠাৎ অবসরের ঘোষণা ডি ভিলিয়ার্সের

ঢাকা, ২৩ মে (জাস্ট নিউজ) : হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট ভক্তদের জন্য যা এসেছে বড় আঘাত হয়ে। আগামী বছরই বিশ্বকাপ, আর এমন গুরুত্বপূর্ণ সময়ে দক্ষিণ আফ্রিকা দলের সবচেয়ে বড় তারকার ক্রিকেট ছাড়ার ঘোষণা অনেককেই অবাক করেছে।

বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। অবসরের কারণ হিসেবে নিজের ক্লান্তিকে দায়ী করেছেন এবি। বলেছেন সত্যিই তিনি ক্লান্ত। ভিডিওতে বলেন, ‘আমি সব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্ত থেকেই। ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলার পর অন্যদের সময় এসেছে দায়িত্ব বুঝে নেওয়ার। আমি আমার কাজটা করেছি, সত্যি কথা বলতে আমি ক্লান্ত।’

অনেক দিন ধরেই ইনজুরির সাথে লড়াই করতে হচ্ছে এবিকে। গত দুই বছরে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি জাতীয় দলের হয়ে। ভারত ও অস্ট্রেলিয়ার সাথে হোম সিরিজের আগে অনেকদিন দূরে ছিলেন টেস্ট ক্রিকেট থেকে। আবার ভারতের সাথে শেষ টেস্টে ইজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন ওয়ানডে সিরিজ থেকে।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইনজুরির কারণে নিজের স্বাভাবিক ছন্দটা ধরে রাখতে পারেননি এই প্রোটিয়া ব্যাটসম্যান। ইনজুরির কারণে বাধ্যই হয়েই অধিনায়কত্ব ছেড়েছেন। অবসরে কারণ হিসেবে তার এই ধারাবাহিক ইনজুরির বিষয়টিকে দেখা হচ্ছে। ভিডিওতে দেয়া বক্তৃতায় সেই আভাসও আছে কিছুটা। এবি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে নির্দিষ্ট কোনো ফরম্যাট বেছে নেওয়া কিংবা বেছে বেছে সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হতো না। যদি সবুজ-সোনালির হয়ে খেলতেই হয়, তবে সব খেলব, নয় তো একদম কিছু না। এত বছর ধরে আমাকে সমর্থন দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকান বোর্ডের কোচ ও স্টাফদের কাছে কৃতজ্ঞ।’

কিছুদিন আগেই এক বক্তৃতায় বলেছিলেন, বিশ্বকাপ না জিতলেই যে সব শেষ হয়ে গেছে, এমন কিছু তাঁর ভাবনায় নেই। সেটিই কি ছিলো এবি ডি ভিলিয়ার্সের অবসর ভাবনার সূত্রপাত! টেস্টে আট হাজার সাতশ ও ওয়ানডেতে সাড়ে নয় হাজার রানে মালিক এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি দুই ফরম্যাটে যথাক্রমে ২২টি ও ২৫টি। টি-টোয়েন্টি রান দেড় হাজারের কিছু বেশি। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলের মৌসুম শেষ করার চারদিনের মাথায় তিনি অবসরের ঘোষণা দিলেন।

ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ভিলিয়ার্স বলেছেন, ‘আমার দেশের বাইরে খেলার কোনো ইচ্ছা নেই। সত্য হলো, আমি ঘরোয়া ক্রিকেটে টাইটানসের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। ফাফ ডু প্লেসি ও প্রোটিয়াদের সবচেয়ে বড় সমর্থক হয়েই থাকব আমি।’

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩০৭ঘ.)