বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

ঢাকা, ৩ জুন (জাস্ট নিউজ) : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আফগানদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে ২ উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

রবিবার ভারতের দেরাদুনে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ এবং উসমান ঘানি ভালো শুরু করেন। এরপর সামিউল্লাহ শেনওয়ারির ঝড়ে বড় সংগ্রহ করেন আফগানরা। বাংলাদেশ পেসাররা এ ম্যাচে বেশ খরুচে ছিলেন। অন্যদিকে স্পিনে সাকিব-নাজমুল ইসলাম-রিয়াদরা ছিলেন বেশ মৃতব্যয়ী।

শুরুতে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৬২ রান। এরপর উসমান ঘানিকে বোল্ড করেন রুবেল হোসেন। ৮৬ রানের মাথায় ৪০ রান করে সাকিবের বলে ফিরে যান মোহাম্মদ শাহজাদ। এরপর ঝড়ো ইনিংস শুরু করেন সামিউল্লাহ শেনওয়ারি। তিনি মাত্র ১৮ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। এরপর ফিরে যান আবু জায়েদের বলে। এছাড়া শফিকুল্লাহ খেলেন ৮ বলে ২৪ রানের এক ঝড়ো ইনিংস।

বাংলাদেশের হয়ে এক ওভার হাত ঘুরিয়ে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন মাহমুদুল্লাহ। আবু জায়েদ ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। আবুল হাসান ৩ ওভারে ৪০ রানে ১ উইকেট এবং সাকিব আল হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও আবু জায়েদ।

আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, আসগর স্টানিকজাই (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, শফিকউল্লাহ, রশিদ খান, মুজিব উর রহমান, সামিউল্লাহ সেনওয়ারি, করিম জানাত ও দৌলত জাদরান।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২০৭ঘ.)