টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ঢাকা, ৫ জুন (জাস্ট নিউজ) : ভারতের দেরুাদুনে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামছে। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৪৫ রানে হেরে পিছিয়ে আছে টাইগাররা। ওই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচের আগে আফগানদের স্পিন সামলানো কঠিন হবে বলে মনে করেন ম্যাচ ধারাভাষ্যকার ইবাদ খান। এছাড়া ধারাভাষ্যকার রাজেশ বলেন, দেরাদুনের উইকেটে আফগানদের রহস্য স্পিনের দ্বার উন্মোচন করা সহজ হবে না।

দ্বিপাক্ষিক সিরিজে এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও আবু হায়দার রনি।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান ঘানি, আসগর স্তানিকজাই (অধিনায়ক), শফিকউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত ও শাপুর জাদরান।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০১০ঘ.)