তামিমের তাণ্ডবে পাখতুন্সের দ্বিতীয় জয়

তামিমের তাণ্ডবে পাখতুন্সের দ্বিতীয় জয়

ঢাকা, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : টি-টেন লিগে তামিম ইকবালের অর্ধশতে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাখতুন্স। টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে আফ্রিদির দল।

পাখতুন্সের প্রথম ম্যাচে ব্যাট করতে নামেননি তামিম। শুক্রবার ব্যাট হাতে নেমেই ঝড় তুলেছেন। চার ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে হাঁকিয়েছেন অর্ধশত। তার ব্যাটিং-ঝড়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে পাখতুনস।

শুক্রবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান তামিম-শেহজাদ জুটি। এই উদ্বোধনী জুটি ২.২ ওভারেই তোলেন ২৯ রান।

শাহজাদ ১২ বলে ২৪ রান করে বিদায় নিলেও ক্রিজে ঠায় দাঁড়িয়ে ছিলেন তামিম। একপ্রান্ত আগলে রেখে ক্রিকেটের এই সংক্ষিপ্ত আসরে দেখা পান নিজের প্রথম হাফসেঞ্চুরির। অপরাজিত ছিলেন সবোচ্চ ৫৬ রানে।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টিম শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৮৭ রান। সর্বোচ্চ ১২ বলে ৩১ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ সেরা নির্বাচিত হন তামিম ইকবাল।

কেন প্রথম ম্যাচে খেলতে পারেননি তামিম?
বিপিএল শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আরব আমিরাতে শুরু হলো ১০ ওভারের টি-১০ ক্রিকেট। নতুন ফরম্যােটর এই টুর্নামেন্টে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

মোস্তাফিজের যাওয়ার কথা থাকলেও বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলা হচ্ছে না তার।

দিনের প্রথম খেলায় জয় পেয়েছে সাকিবের দল কেরালা কিংস। মোস্তাফিজের দল বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটে হারায় তারা।

সাকিব জয় পেলেও প্রথম ম্যাচ বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করায় শুনানির কারণে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি তামিম। তবে আফ্রিদির হ্যাটট্রিকে আসরের দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারায় তামিমের পাখতুন্স।

আফ্রিদির হ্যাটট্রিক
টি-১০ ক্রিকেটের সূচনা দিনেই মরুর বুকে ঘূর্ণি বলে জাদুতে ঝড় তুললেন শহিদ আফ্রিদি। দুর্দান্ত এক হ্যাটট্রিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের সাবেক অধিনায়ক। ক্রিকেটের নতুন ফরম্যাটের উদ্বোধনী দিনে প্রথম তিন বলেই উইকেট শিকারের উৎসবে আফ্রিদি। তার অসাধারণ বোলিংয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়োৎসবও করেছে পাখতুন্স।

বুধবার দর্শকে টইটম্বুর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফ্রিদির ঘূর্ণি বলের ম্যাজিকে পাখতুনস ২৫ রানের হারিয়ে দেয় বীরেন্দর শেওয়াগের নেতৃত্বাধীন মার্থা অ্যারাবিয়ান্সকে। দিনের অন্য আরেক খেলায় আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের অনবদ্য ৬৬ রানের ইনিংসে কেরালা কিংস ৮ উইকেটে হারিয়ে দেয় বেঙ্গল টাইগারসকে।

জয়ের জন্য ১২২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অ্যালেক্স হেলসের বিধ্বংসী ফিফটি সত্ত্বে মার্থা অ্যারাবিয়ান্স জয়বঞ্চিত আফ্রিদির দুর্দান্ত হ্যাটট্রিকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক টুর্নামেন্টে নিজের প্রথম বলেই রোসেয়ুকে আউট করেন। তার দ্বিতীয় বলের শিকার ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। টানা তৃতীয় বলে আফ্রিদি আউট করেন শেওয়াগকে।

(জাস্ট নিউজ/ওটি/১২২১ঘ.)