হোয়াইটওয়াশ হয়েও মাহমুদউল্লাহ-মুশফিকের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

হোয়াইটওয়াশ হয়েও মাহমুদউল্লাহ-মুশফিকের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

ঢাকা, ৯ জুন (জাস্ট নিউজ) : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। আফগান বোলিং তোপে পুরোপুরি বিধ্বস্ত টাইগার ব্যাটিং লাইন। তবে টিম বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও প্রতি ম্যাচেই চেষ্টা চালিয়ে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর তারই পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো এই দুই তারকা টাইগারের।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় মাহমুদউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। অন্যদিকে মুশফিক ৩ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১তম স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪৫ রান। তার আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৪ আর প্রথম ম্যাচে ২৯ রান। তিন ম্যাচে তার মোট রান ৮৮ রান। ব্যাট হাতে এই রান করার পাশাপাশি বল হাতে ২টি উইকেটও নিয়েছেন মাহমুদউল্লাহ।

অন্যদিকে মুশফিক তিন ম্যাচে করেছেন ৮৮ রান। সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার করেছেন ৪৬ রান। তার আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২২ রান। আর প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২০টি রান।

(জাস্ট নিউজ/এমআই/১০৪০ঘ.)