কোস্টারিকার বিরুদ্ধে বড় জয় পেল বেলজিয়াম

কোস্টারিকার বিরুদ্ধে বড় জয় পেল বেলজিয়াম

ঢাকা, ১২ জুন (জাস্ট নিউজ) : বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে বড় জয় পেল বেলজিয়াম। রোমেলু লুকাকুর কোস্টারিকার বিরুদ্ধে বেলজিয়াম জিতল ৪-১ গোল ব্যবধানে।

প্রথমার্ধে রুইজের গোলে একসয়ম এগিয়ে ছিল কোস্টারিকা। এরপর অবশ্য ম্যাচ থেকে ফিকে হয়ে যায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার। তখন আধিপত্য শুধুই বেলজিয়ামের। টিনটিনের দেশের হয়ে দুটি গোল লুকাকুর (৪২ ও ৫০ মি) অন্য দুটি গোল মারটেন্স (৩১ মিনিট) ও বাটশুয়াইয়ের (৬৪ মিনিট)।

দেশের জার্সিতে শেষ ৯ ম্যাচে ১৩টি গোল করে ফেললেন লুকাকু। রাশিয়ায় বেলজিয়ামকে কেন ডার্ক হর্স বলা হচ্ছে বুঝিয়ে দিল হ্যাজার্ডরা। আগামী সোমবার পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম।

বিশ্বকাপের আগে বেলজিয়ামকে অবশ্য চিন্তায় রাখছে ভিনসেন্ট কোম্পানির চোট। পর্তুগালের বিরুদ্ধে প্রস্তুতিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন কোম্পানি। কোস্টারিয়ার বিরুদ্ধে তাই কোম্পানিকে বাদ দিয়ে দল সাজাতে বাধ্য হন বেলজিয়াম কোচ। পরের ম্যাচেও রক্ষণভাগের এই ফুটবলারকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয় বেলজিয়াম।

অন্যদিকে কোস্টারিকার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচের ৭০ মিনিটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন দলের সেরা স্ট্রাইকার হ্যাজার্ড। ভিনসেন্ট কোম্পানির পর তবে কি চোটের কবলে হ্যাজার্ড? দলের ম্যানেজার মার্টিনেজ অবশ্য জানিয়েছেন, হ্যাজার্ডকে নিয়ে চিন্তার কিছু নেই৷চোট গুরুতর নয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০১৪ঘ.)